আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী:নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রবিবার আলোচনা দলের সদস্যরা কাতারের রাজধানী দোহায় যাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা ঘনিষ্ঠ আলোচনা এর আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাতার আগেও ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছে। এই নতুন আলোচনা এমন এক সময়ে শুরু হচ্ছে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে চাপ বাড়ছে।
এদিকে প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এমন দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জায়ানিস্টদের সেনারা গাজ্জার খান ইউনিস, নুসেইরাত এবং গাজ্জা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে ৭৮ জনের হতাহতের ঘটনা ঘটে। আশ্রয়কেন্দ্র, তাঁবুসহ বর্তমানে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতেও নেতানিয়াহু বাহিনী বর্বর হামলা অব্যাহত রেখেছে।
Your Comment